• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

কেরানীগঞ্জে সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও মতবিনিময় সভা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের নতুন সোনা কান্দা, লাখিরচর মেইন রোড বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হাউজ ও বীর মুক্তিযোদ্ধা আমির মাস্টার হাউজ পর্যন্ত ৪শ মিটার সড়ক আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ কাজের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৭ মে) শনিবার দুপুরে রুহিতপুর লাখিরচর এলাকার এ সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসেবে ঢাকা ২ আসন থেকে নির্বাচন করতে সকলের কাছে দোয়া কামনা করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে কেরানীগঞ্জ। বর্তমান সরকারের আমলে কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করে দেশের উন্নয়নের কথা ভাবে। আজ রুহিতপুরে যে সড়কটির কাজ উদ্বোধন করা হলো সেটি অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় ছিল।
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী এম এ গফুর, সাবেক সদস্য শেখ বাবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ জজ মিয়া, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ মজিবর রহমান,রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ মতিন মিয়া, ইয়ারা গ্রুপের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা এ সরকের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads